মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করলো মিরসরাই ইয়ং এসোসিয়েশ কাতার

নিজস্ব প্রতিবেদক…
মিরসরাই ইয়ং এসোসিয়েশন দোহা কাতারের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোরারগঞ্জ ইউনিয়নের আরফান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাখালী ইউনিয়নের চরশরত এন এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, খৈয়াছড়া ইউনিয়নের নিচিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী জামাল শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী ১৫০ জন শিক্ষার্থীর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই ইয়ং এসোসিয়েশন কাতার’র আহবায়ক এনামুল হায়দার চৌধুরী শিপন, সদস্য সম্রাট টিপু, দুবাই প্রবাসী শাহাদাত হোসেন, হামদু চৌধুরী, ছাত্রনেতা ইমতিয়াজ উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম আনোয়ার হোসেন, সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার ক্রীড়া সম্পাদক আকতার হোসেন, ফুটন্ত গোলাপের সহ-প্রচার সম্পাদক রেদোয়ান হোসেন জনি,
পাতাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দনা রানী কর্মকার, সহকারী শিক্ষক পিন্টু কুমার দাস, মনিকা রানী দাস, জেসমিন আক্তার নিপা, নুরুল আনোয়ার ফয়সাল,
ওচমানপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুল হক, স্বপন কোম্পানী, মেজবাউল করিম টিটু কোম্পানী,
আরফান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এএসএম সাইফুল্ল্যাহ, সহকারি শিক্ষিকা বীনা পানি দেবী, কাঞ্চন চন্দ্র দাশ, শুচিতা নন্দী, সচীতা রানী দাশ, লুৎফা বেগম, জাকিয়া পারভীন চৌধুরী, রোকসানা আক্তার, আতকিয়া আয়মান তাছনিয়া,
নিচিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুল হক, সদস্য শামসুল ইসলাম, জাকির হোসেন, নুরুল মোস্তফা, সবুজ মিয়া, রেশমা বেগম, সরমালা ত্রিপুরা, নুরুল হুদা, প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী, সহকারি শিক্ষিকা আলপনা ভৌমিক, শাহীন আক্তার, ফারজানা আক্তার, বিলকিছ আক্তার, আফরাজুন নাহার, তাহমিনা সুলতানা,চরশরত এন এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দাস, সহকারি শিক্ষক দিলীপ কুমার দাস, ডালিম কুমার দাস, চিনু বালা দাস,সাহেরখালী জামাল শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইয়াছির, সহকারি শিক্ষিকা ফারজানা আক্তার প্রমুখ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*