নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের তিনঘোরিয়াটোলা এলাকায় কোরবানীর জন্য দুটি গরু মোটাতাজা করা হয়েছে। একটি গরুর ওজন ৯ মন, দাম হাঁকা হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা। আরেকটি গরু ৬মন, দাম হাঁকা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।
জানা গেছে, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জয়নাল আবেদীন প্রতি বছরের মতো এবারও দুটি গরু বড় করেছেন। মঘাদিয়া ইউনিয়নের তিনঘোরিয়াটোলা এলাকার ফয়েজ আহম্মদ বাড়ির সামনে গোয়ালঘরে গরুগুলো রাখা হয়েছে। এছাড়া আরো ১০টি গরু রয়েছে তার কাছে।
জয়নাল আবেদীনের ছেলে মো. শাহাদাত হোসেন জানান, একটি বলদ ও একটি ষাড় বড় করেছি। সম্পুন্ন প্রাকৃতিক উপায়ে নিজস্ব জমিতে চাষ করা ঘাস ও ভুট্টা চাষ করে খাওয়ানো হয়েছে। পরম যতেœ এসব গরুগুলোকে লালন-পালন করা হয়। যে কেউ আমাদের বাড়িতে এসে পছন্দ করে গরু ক্রয় করতে পারবে। এছাড়া আবুতোরাব বাজারে অবস্থিত মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সামনে আল্লার দান টাইলসে যোগাযোগ করতে পারবে। মোবাইল নং ০১৮১৩৮২০৪৯২।
