নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার মিঠানালায় পানিতে ডুবে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম কাজী আদিল হাসান তাহা (১২)। সে উপজেলার মিঠানালা ইউনিয়নের মিঠানালা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের সমু কাজী বাড়ীর ডাঃ কাজী সাব্বির আহমেদের তিন সন্তানের মধ্যে কাজী আদিল হাসানা তাহা ছোট। তাহা মিঠানালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
জানা গেছে সোমবার (৯ জুলাই) দুপুর ২টার সময় শিশু তাহা খেলার চলে বাড়ী পাশের পুকুরে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাহাকে উদ্ধার করে উপজেলা সদরে মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মিঠানালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুল হক পানিতে ডুবে শিশু কাজী আদিল হাসান তাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
