নিজস্ব প্রতিনিধি
টানা তৃতীয়বারের মত মিরসরাই উপজেলার মেহেরুননেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী আনিসুর রহমান। গতকাল অনুষ্ঠিত নবগঠিত ম্যানেজিং কমিটির বিশেষ সভায় কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে আর কোন প্রার্থী না থাকায় তিনি বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হন।
আনিসুর রহমান উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের বিদ্যালয় প্রতিষ্ঠাতা মরহুম এস এম ফয়েজ উল্ল্যাহ বাড়ীর মরহুম আবু তাহেরের ২য় প্ত্রু। তিনি এই বিদ্যালয়ে গত পর পর দুইবার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি ৪নং ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোলকের হাট আইডিয়াল স্কুলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
