মিরসরাইয়ের সন্তান কাইয়ুম নিজামী রচিত হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী নিয়ে ১১৫৯ পৃষ্ঠার ‘আমিনা মায়ের কোলে’ কবিতার বই প্রকাশিত

সুপ্রিয় পাঠক এবং বন্ধুরা আমার শুভেচ্ছা নেবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী নিয়ে ‘আমিনা মায়ের কোলে’ লেখার জন্য আপনারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে আমি একজন জ্ঞানী ব্যক্তি নই। মাদ্রাসায় যাইনি, স্কুল কলেজেও ঠিকমত লেখাপড়া করিনি। হৃদয়ের টানে, রাত জেগে, চোখের জলে লেখার চেষ্টা করেছি মাত্র।

এটা একটাই কবিতা। কবিতাটি (১১৫৯) এক হাজার একশত ঊনষাট পৃষ্ঠা। এখানে আকাশ, বাতাস বা প্রকৃতির কোন স্থান নেই। নবীজী (সঃ) এর জীবনের সমস্ত ঘটনা ধারাবাহিক ভাবে কবিতার ভাষায় বর্ণনা করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস হুজুর পাক (সঃ) এর জীবনী পড়ে কেউ যদি মহান আল্লাহর ওপর ভরসা করতে শেখেন তাঁর জীবনে কোন দুঃখ থাকতে পারেনা। তিনি সম্পূর্ণ চিন্তামুক্ত জীবন যাপন করতে সক্ষম হবেন।

বইয়ের মূল্য দুই হাজার একশত পচাত্তর (২১৭৫) টাকা। ৩০% ছাড়ে সরবরাহ করা হবে। কাব্য গ্রন্থ পড়ার প্রচন্ড আগ্রহ বুকে কিন্তু টাকা জোগাড় করতে পারছে না আমার সাথে যোগাযোগ করলে আমি ঘরে পৌঁছে দেয়ার চেষ্টা করবো এবং তিনি মূল্য যা প্রদান করেন আমি মাথা পেতে নেবো। শুধু দোয়া করবেন আমার অবস্থান থেকে রওয়ানা হয়ে কাব্যগ্রন্থ প্রদান করে আবার আমার অবস্থানে ফিরে আসা পর্যন্ত প্রিয় নবী (সঃ) এর জন্য এই মেহনত আল্লাহ যেন কবুল করেন।

দোয়া করবেন ‘আমেনা মায়ের কোলে’ মানুষের ঘরে ঘরে যেন পৌঁছে যায়। আপনারা জানেন আমি একজন অবসরপ্রাপ্ত হাই স্কুল শিক্ষক। কোন চাকরি করিনা। আমার ইচ্ছা পূরণে আমি চাইলে আমার স্ত্রী, ছেলে, মেয়ে, জামাতারা এবং অনেক শুভাননুধ্যায়ীরা আমাকে অর্থ প্রদান করেন। তাদের জন্য দোয়া করবেন। আমার মোবাইল নম্বর- 01819-119841

সূত্র- Abdul Qaiyum Nizami
https://web.facebook.com/photo.php?fbid=1801437770150191&set=a.1380177018942937.1073741828.100008519558691&type=3&theater

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*