মিরসরাইয়ের সফিউল্লাহ চৌধুরী জামে মসজিদে মাহফিলে মাওলানা হাফীজুর রহমান ‘রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো সকল মুসলমানের ঈমানী দায়িত্ব’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জামেয়া তালিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকি ( কুয়াকাটা) বলেছেন, বর্তমানে দুনিয়ার সবচেয়ে নির্যাতিত জাতি হচ্ছে মায়ানমারের রোহিঙ্গারা। সেদেশের সেনাবাহিনী হাজার হাজার নারী-পুরুষ, শিশু বৃদ্ধকে হত্যা করছে। যুবতীদের ধর্ষণ করছে। তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। স্বজন হারিয়ে তারা এখন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সকল মুসলমানের ঈমানী দায়িত্ব রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। তাদের সহায়তা করা। মুসলিম বিশ্বের অনেক নেতার নিরব ভূমিকার সমালোচনা করেন তিনি বলেন, আজ মুসলমানের শত্রæু মুসলমান। ইহুদিরা গভীর ষড়যন্ত্র করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তার কারণে আজ লাখ লাখ মুসলমান মারা যাচ্ছে।


তিনি গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে মিরসরাইয়ের ধুম ইউনিয়নের দক্ষিণ মোবারকঘোনা আবাসন প্রকল্প সফিউল্লাহ চৌধুরী জামে মসজিদ কমিটির উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার আলোচনায় এসব কথা বলেন।


তিনি বলেন, আজ মুসলমানদের ঈমানী দুর্বলতার কারণে আমরা মার খাচ্ছি। আমরা কোরআন হাদিস থেকে দুরে সরে যাওয়ার কারণে আমাদের এই অবস্থা। তিনি আরো বলেন, মাদ্রাসা থেকে জঙ্গী সৃষ্টি হয়না। মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেয়া হয়। যারা জঙ্গী সংশ্লিষ্টার সাথে জড়িত তাদেও কাছে যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে তারা জঙ্গী হতোনা। তিনি সরকারের প্রতি মাদ্রাসার পাশাপাশি স্কুলের ৮ম শ্রেণী পর্যন্ত কোরআন ক্লাস বাধ্যমুলক করার দাবী জানান।

সফিউল্লাহ চৌধুরী জামে মসজিদ কমিটির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মাহফিলে আরো ওয়াজ করেন নব মুসলিম মাওলানা শহিদুল আলম (ভারত), ফেনী জামেয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আবুল কাশেম, নয়দুয়ারিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ। মাহফিল উদ্বোধন করেন ধূম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন আক্রমী।


বক্তব্য রাখেন ধূম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভ‚ইয়া, এমএ হায়দার টিপু প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী হায়দার টিপু স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহি উদ্দিন রাসেদ, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহির উদ্দিন ইরান, রাজনীতিবিদ মীর আলম মাসুক, আনিছুর রহমান।
মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*