মিরসরাইয়ের সমিতি বাজার থেকে যুবদল নেতা রফিক গ্রেপ্তার ,তথ্য নিয়ে পুলিশের লুকোচুরি

এম মাঈন উদ্দিন…

মিরসরাইয়ে মোহাম্মদ রফিক নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সাহেরখালী ইউনিয়নের কাজীর তালুক সমিতিরহাট থেকে গ্রেপ্তার করলেও সাংবাদিকদের তথ্য দিতে লুকোচুরির করছেন পুলিশ। সর্বশেষ রাত ১২টার সময় থানায় খবর নেয়া হলে এই নামে কাউকে গ্রেপ্তার করার কথা অস্বীকার করেছেন ওসি। সোমবার ভোর রাতে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

জানা যায়, রবিবার সন্ধ্যায় রফিক সাহেরখালীর কাজির তালুক সমিতি বাজারে অবস্থান করছিল, পথিমধ্যে দুইটি সিএনজি অটোরিক্সাযোগে সাদা পোশাকধারী প্রায় ১০ জন লোক পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়।

মিরসরাই থানার উপ পরিদর্শক (এসআই) আনিস জানান, তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে কোন ধরনের মামলা? কয়টি মামলা? সঠিক জানাতে পারেনি। আজ তাকে কোর্টে প্রেরণ করা হবে।

এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর সারা রাত উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য রফিককে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শাহীদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলমগীর, গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদল আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল আলম, সাধারণ সম্পাদক আলা উদ্দিন প্রমুখ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*