মিরসরাইয়ের সুফিয়া বাজারে অগ্নিকান্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা মিঠানালা ইউনিয়নের সুফিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকান প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়াসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা। পুড়ে যাওয়া দোকানগুলো হলো রাকিব ফার্নিচার, মোশাররফ ষ্টোর ও ইলিয়াছ ষ্টোর। এদিকে ঘটনাস্থলে মিরসারই ফায়ার সার্ভিসের গাড়ি দেরিতে পোঁছার অভিযোগ স্থানীয় লোকজন গাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে। এসময় হেদায়েত উল্যা নামে একজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে চিকিৎসা দেয়া হয়েছে।


মোশাররফ ষ্টোরের মোশারফ হোসেন জানান, কোন দোকান থেকে কিভাবে আগুন লেগেছে কিছু বুঝা যাচেছ না। আগুন লাগার মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৩টি দোকান পুড়ে যায়। এতে দোকানের মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী একব্যক্তি জানান, আগুন লাগার প্রায় একঘন্টা পর ফায়ার সার্ভিসের গাড়ি এলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে গাড়িতে হামলা চালায়। হামলায় ফাায়ার সার্ভিসের কর্মী হেদায়েত উল্যার মাথায় আঘাত লাগে।


মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশনে দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, সুফিয়া বাজারের রাস্তা খারাপ হওয়ার পরও তারা আগুন লাগার খবর পেয়ে ১৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পোঁছান। কিন্তু স্থানীয় লোকজন হঠাৎ করে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে। এসময় তাদের একজন কর্মী আহত হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*