মিরসরাইয়ের সুফিয়া রোড় এলাকায় সিএনজি লাইনের দখল নিয়ে চালকদের দু’পক্ষে সংঘর্ষ আহত ১০,পুলিশের ফাঁকা গুলি ও লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক…

মিরসরাইয়ে লাইনের দখল নিয়ে দু গ্রুপের সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা পর্যন্ত উপজেলার ছুফিয়া রোড এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এক পর্যায়ে এলোপাথাড়ি লাঠিপেটা ও ফাঁকা গুলি বর্ষণ করলে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। আহত সিএনজি চালকরা হলেন মোঃ আলাউদ্দিন (২৭) ওমর ফারুক (৩২), ভ্যান চালক মেজবাহ উদ্দিন (৪২), কৃষক জয়নাল আবেদীন (৪০), স্থানীয় মোঃ আজগর (৩৬) সহ অন্তত ১০ জন আহত হয়।

স্থানীয় কয়েকজন সিএনজি চালক থেকে জানা যায়, মিরসরাই সদর ইউনিয়নের ছুফিয়া গেট থেকে ছুফিয়া বাজার পর্যন্ত লাইনে চলাচলকারী সিএনজি ররুটটি ফারুক কোম্পানির নেতৃত্বে বটতলের গিয়াস উদ্দিন ভান্ডারী দলবল নিয়ে দীর্ঘদিন দখলের চেষ্টা চালাচ্ছিল। এ নিয়ে গত বুধবার থেকে ছুফিয়া রোড এলাকায় দু’পক্ষে থেমে থেমে উত্তেজনা চলছিল। দ্বন্ধের কারণে স্থানীয় সিএনজি চালকরা রুটে সিএনজি চলাচলও বন্ধ করে দেয় বেশ কয়েকবার। ফলে এই রুটে চলাচলকারী সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়। দখল নিয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দু’পক্ষের সিএনজি চালকরা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে মিরসরাই থানার ওসি সাইরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও উপস্থিত লোকজনদের জলাঠিপেটা করলে সিএনজি চালকদের দুই পক্ষই এলাকা ছেড়ে পালিয়ে যায়।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইকবাল হোসেন জানান, সিএনজি চালকদের দু’পক্ষের বিরোধের কারণে রুট বন্ধ থাকায় কয়েকদিন ধরে যাত্রীদের ভোগান্তি হচ্ছিল। গতকাল দু’পক্ষের মারামারিতে লিপ্ত হবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় এখনো কোন পক্ষ থানায় মামলা দায়ের করেনি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*