মিরসরাইয়ের হাইতকান্দিতে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে মানবাধিকার কমিশনের অনুদান

নিজস্ব প্রতিবেদক

আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে মানবাধিকার কমিশন। রবিবার উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া গ্রামে আমির হোসেনের নতুন বাড়িতে ছুটে যান মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ। এসময় ক্ষতিগ্রস্থ আমির হোসেনের পরিবারের মাঝে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট ব্যক্তিগত তহবিল থেকে নগদ অনুদান তুলে দেন।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন নয়া দিগন্ত ও বীর চট্টগ্রাম মঞ্চের পত্রিকার প্রতিনিধি এম মাঈন উদ্দিন, বর্তমান মিরসরাই পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম নুর উদ্দিন বাহার, , আমার মিরসরাই’র সম্পাদক নাজমুল হোসেন, আমার সংবাদ প্রতিনিধি সুজন চন্দ্র মন্ডল, নব জাগরণ পত্রিকার সম্পাদক ইলিয়াছ রিপন, সমাজ সেবক রাজনীতিবিদ নুরুল আবছার ভূঁইয়া, মাদ্রাসা শিক্ষক আরিফুল ইসলাম, নিজাম উদ্দিন, মোঃ জামসেদ প্রমুখ।

প্রসঙ্গত : সম্প্রতি নং হাইতকান্দি ইউনিয়নের করুয়া গ্রামের আমির হোসেনের নতুন বাড়িতে আমির হোসেনের ছেলে তসলিম উদ্দিনের বৌভাতের দিন অগ্নিকান্ডে বিয়ের আয়োজনে ব্যবহৃত ডেকোরেশনের সকল মালামাল সহ বসতঘর পুড়ে ছাই হয়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় হয়। প্রতিবেশি নুরুল আলম ও আরিফুল ইসলাম জানান, সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ঘরের মানুষ অক্ষত অবস্থায় বের হলেও স্বর্ণালংকার, কাপড়চোপড়, আসবাবপত্র,জায়গা জমির দলির, আসবাবপত্র কিছু রক্ষা সম্ভব হয়নি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*