নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে বেলজিয়াম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক ছাত্রনেতা দাউদ খানের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাদিফকিরহাট সুহৃদ এসোসিয়েশনের উদ্যোগে রাজনগর কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন নিজামীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা রেহান উদ্দিন,
নিজামপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস আওয়ামীলীগ নেতা কামরুল হাসান শাহীন, নিজামপুর কলেজের সাবেক ভিপি জসিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিল্পব প্রমুখ। এছাড়া ইউএই মিরসরাই সমিতির সহ সভাপতি নাজিম উদ্দিন ও কাতার মিরসরাই সমিতির সহ সভাপতি নুরুল হুদা বাবুলকে সংবর্ধনা দেয়া হয়। সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গোলাম সরোয়ার।