মিরসরাইয়ের হিঙ্গুলীতে ভেজাল মোবিল কারখানার সন্ধান, আটক-১

নিজস্ব প্রতিবেদকঃ

মিরসরাইয়ের একটি ভেজাল মোবিল কারখানার সন্ধান পেয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট তালতলায় এলাকার ওই ভেজাল মোবিল কারখানা সিলগালা করে দেয় পুলিশ। এসময় ১৫০ কনটেইনার ভেজাল মোবিল, একটি মেশিন, বিভিন্ন ব্যান্ডের সিল, মোবিলের খালি ড্রামসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম ( ২৬)। সে চিনকিরহাট তালতলার সফিউল হকের পুত্র।

জোরারগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাহিদুল কবির জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট তালতলা এলাকায় একটি ভেজাল মোবিল কারখানা অভিযান চালায় জোরারগঞ্জ থানা পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিল জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলুর করিম, এ এস আই ইউনূস, রিয়াজ, সাইফুল। এসময় কারখানায় অভিযান চালিয়ে ১৫০ কনটেইনার ভেজাল মোবিল, একটি মেশিন, বিভিন্ন ব্যান্ডে সিল, ৭টি খালি ড্রামসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিক পালিয়ে যায়। পরে কারখানায় ভেজাল মোবিল তৈরি কাজে নিয়োজিত একজনকে আটক করা হয়। এবিষয়ে তিন জনকে আসামী করে শনিবার রাতে একটি মামলা ( নং-১৩) দায়ের করা হয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*