মিরসরাইয়ের ১৬ ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন যারা


এম মাঈন উদ্দিন

মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বোর্ড ১৬ প্রার্থীর নাম চূড়ান্ত করেন। আগামী ১১ নভেম্বর এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ ইউনিয়নে ১২ জন বর্তমান চেয়ারম্যান রয়েছেন। ৪ ইউনিয়নে আসছে নতুন মুখ।

এবারের ইউপি নির্বাচনে যারা নৌকার প্রতীক পেলেন তারা হলেন ১ নং করেরহাট ইউনিয়নে মো. এনায়েত হোসেন নয়ন, ২ নং হিঙ্গুলী ইউনিয়নে সোনা মিয়া, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে রেজাউল করিম মাস্টার, ৪ নং ধুম ইউনিয়নে আবুল খায়ের মোহাম্মদ জাহাঙ্গীর, ৫ নং ওসমানপুর ইউনিয়নে মো. মফিজুল হক, ৬ নং ইছাখালী ইউনিয়নে নুরুল মোস্তফা, ৭ নং কাটাছরা ইউনিয়নে রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ৮ নং দূর্গাপুর ইউনিয়নে এম এম আবু সুফিয়ান বিল্পব, ৯ নং মিরসরাই সদর ইউনিয়নে শামসুল আলম দিদার, ১০ নং মিঠানালা ইউনিয়নে এম এ কাশেম, ১১ নং মঘাদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসাইন মাস্টার, ১২ নং খৈয়াছড়া ইউনিয়নে মাহফুজুল হক জুনু, ১৩ নং মায়ানি ইউনিয়নে কবির আহমেদ নিজামী, ১৪ নং হাইতকান্দি ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে মো. ফজলুল কবির ফিরোজ ও ১৬ নং শাহেরখালী ইউনিয়নে মো. কামরুল হায়দার চৌধুরী।

৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে দলীয় মনোনয়ন পাওয়া রেজাউল করিম মাস্টার বলেন, সর্ব প্রথম মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আমার প্রিয় অভিববাবক, বীর চট্টলার সিংহ পুরুষ, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারররফ হোসেন এমপির প্রতি। ধন্যবাদ জানাচ্ছি তারুণ্যের অহংকার মিরসরাই এর আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইকে।
তিনি বলেন, আমি দীর্ঘ দিন ধরে জোরারগঞ্জ ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে রয়েছি। আমার প্রিয় নেতার নির্দেশে ইউনিয়নকে বাংলাদেশের বুকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। অভাব, দরিদ্রতা, মাদক, অপসংস্কৃতি এসব অন্ধকার দূর করব। আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন এ সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাবো।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*