নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে উন্নয়ন সংস্থা অপকা’র (অর্গানাইজেশন ফর দি পুওর কমিউনিটি এডভান্সমেন্ট) সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুলাই)মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অপকা কার্য নির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক আল াউদ্দিন। অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর ও প্রোগ্রাম ম্যানেজার মোর্শেদা আক্তার শিল্পীর সঞ্চালনায় সভায় অপকা সাধারণ পরিষদেও সদস্যরা বক্তব্য দেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, কবি কাইয়ুম নিজামী, বার্থা গীতি বাড়ৈ, কামাল উদ্দিন চৌধুরী, মোসলেহ উদ্দিন চৌধুরী, সাংবাদিক দেব দুলাল ভৌমিক, মীর আলম মাসুক, সাইফুল ইসলাম খোকা, বিলকিছ আক্তার, সাংবাদিক নুরুল আলম, শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ।
