নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, গ্রামীণ সড়কের দূরাবস্থা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কমিটির সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান এর সঞ্চালনায় ও মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন, শাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমদ নিজামী, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা প্রকোশলী কামরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকোশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান প্রমুখ।
