মিরসরাইয়ে আনন্দ আড্ডায় ৯৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে এসএসসি ৯৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা সম্পন্ন হয়েছে। আলোচনা সভা, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র, খাওয়া, নাচ গানের মধ্যদিয়ে বর্ণিল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। বৈরি আবহাওয়া সেই আনন্দে ফাটল ধরাতে পারেনি। পারেনি বন্ধুত্ব ছিন্ন করতে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. বেনু কুমার দে। তিনি তারুণ্যের এই উচ্ছাসে গা ভাসিয়ে দিয়ে বলেছেন সমাজসেবা করার উপযুক্ত সময় হলো তারুন্য। এসএসসি ৯৪ ব্যাচ সেই তারুণ্যের পথে হাঁটছে। তাই বঙ্গবন্ধুর আদর্শের দিক্ষায় সমাজসেবায় মনোনিবেশ করতে হবে। কারণ বঙ্গবন্ধু কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করেননি। উপজেলার জোরারগঞ্জ ফাইভ স্টার ক্লাবে অনুষ্ঠিত ৯৪ ব্যাচের শিক্ষার্থী নিশান কুমার সেনের সঞ্চালনায় ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক কামরুল হোসেনের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন, পূনর্মিলনী অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম (সিএন্ড এফ), সাইফুল ইসলাম (রাউজক), এম. এ রহিম, সদস্য সচিব আরিফ উদ্দিন ভূইয়া, আশিষ চৌধুরী, মার্সেল বাবুল, মো. নূর উদ্দিন, জাহিদ, নুরুল হক মঞ্জু, মো. সাইফুল, মোর্শেদা চৌধুরী, নাছির উদ্দিন প্রমুখ।

৯৪ ব্যাচের আহবায়ক কামরুল হোসেন বলেন, আজকের এই আয়োজন থেকে একটি প্রতিজ্ঞা করতে হবে আমরা শুধু এক সাথে মিলিত হওয়া নয়, সারাজীবন যেন একে অন্যের সুখে দুখে থাকতে পারি। ভবিষ্যতে একটি পারিবারিক গেটটুগেদারের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*