মিরসরাইয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে মাটি লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে জোরপূর্বক ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত নিতাই চন্দ্র দাস উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য। মাটি লুটের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের আলতাফ হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য নিতাই চন্দ্র দাস, তার ভাই কৃষ্ণ চন্দ্র দাস, তাদের সহযোগি রাম চন্দ্র দাস ও আরো কয়েকজন মিলে সিন্ডিকেটে মাটি ব্যবসা করেন। তারা আলতাফ হোসেনের তপশীলভূক্ত জমি ও খাস জমি (তফসিল: মৌজা-পূর্ব ইছাখালী. জেএল নং ৬৭, সৃজিত বি.এস খতিয়ান -৪৮১৫, বিএসদাগ নং ৮৭৭৮, ৮৭৮০) সহ আনুমানিক ৩২ শতক জমির ১৫ফুটগভীর করে প্রায় ২,১০,০০০ ঘনফিট মাটি কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩১, ৩৬, ৩২০/ (একত্রিশ লাখ ছত্রিশ হাজার তিনশত বিশ) টাকা। উক্ত প্লটের পূর্ব পাশ্বে আরও দুটি সরকারী খাস জমির মাটি উক্ত সিন্ডিকেট খনন করে নিয়ে যায়। তারা বিভিন্ন সময়ে অন্যের জমির মাটি ও সরকারী খাস জমির মাটি অবৈধভাবে স্কেভেটর দ্বারা রাতের অন্ধকারে ক্ষমতার অপব্যহার করে ও মানুষকে জিম্মি করে মাটি খনন করে অন্যত্র বিক্রি করে দেয়। কেউ বাঁধা দিলে তাকে প্রাণ নাশের হুমকি-ধামকি প্রদান করে। কিছুদিন পূর্বে সরকারী খাস জমির মাটি অবৈধভাবে খনন করায় এলাকার এক ব্যক্তি তাদের বিরুদ্ধে উপজেলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করলে এসিল্যান্ড একটি তদন্ত কমিটি গঠন করে এবং ঘটনার সত্যতা পাওয়ায় জমির খতিপূরন বাবদ ৩ লাখ টাকা আদায় করেন। এমন কাজ আর করবেনা মর্মে মুচলেকা প্রদান করে। অভিযোগের অনুলিপি চট্টগ্রাম জেলা প্রশাসন , মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জোরারগঞ্জ থানার ওসি, ৬নং ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান বরাবর দেওয়া হয়েছে। নিতাই মেম্বার ইতিমধ্যে জনগনের চলাচলের রাস্তা কেটে পুকুর পাড় দিয়ে দখল করার অভিযোগ,সেচনালা থেকে ইট লোপাটের অভিযোগ রয়েছে। এছাড়া বয়স্ক ভাতা থেকে টাকা কেটে নেয়া সহ এলাকার অনেক লোক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*