মিরসরাইয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাশের হার, জিপিএ-৫


নিজস্ব প্রতিবেদকঃ

মিরসরাইয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ-৫। রবিবার (২৩ জুলাই) প্রকাশিত হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় মিরসরাই ডিগ্রি কলেজে পাশের হার ৪৫.৩৩%, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে পাশের হার ৭৫.৯৭%, জিপিএ-৫ পেয়েছে ১ জন, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ পাশের হার ৪৩.৮৮ %, জিপিএ-৫ পেয়েছে ২ জন, জোরারগঞ্জ মহিলা কলেজ পাশের হার ৩৬.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ১ জন, প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ পাশের হার ৭৩.৭৩%, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, বারইয়ারহাট ডিগ্রি কলেজ পাশের হার ৫০%। উপজেলাতে প্রথম হয় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ।

মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসায় ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৭৭ জন, পাশের হার ৯০%, সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসায় ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৪৬ জন, পাশের হার ৮৭%, আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৬৯ জন, পাশের হার ৮৮%, মিঠাছরা ফাজিল মাদ্রাসায় ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২১ জন, পাশের হার ৪২%, মাদবারহাট ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ১৩ জন, পাশের হার ৪৪%, গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসায় ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ১৮ জন, পাশের হার ৬৪%, শান্তির হাট আলিম মাদ্রাসায় ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ১৮ জন, পাশের হার ৭২%, জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৪ জন। পাশের হার ২৬%। প্রত্যেকটি মাদ্রাসাতে জিপিএ-৫ শূন্যের কোটায়। মাদ্রাসাতে উপজেলাতে প্রথম হয় মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*