নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে সারাদেশের ন্যায় বর্তমান সরকার করোনা পরিস্থিতিতে পরবর্তী সময়ে বিবেচনা করে অসহায়-দুঃস্থ মানুষের জন্য ওএমএস এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালের এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা (ওসিএলএসডি) শামছুন নাহার স্বর্ণা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে খাদ্য অধিদফতরের পরিচালনায় শুধুমাত্র মিরসরাইয়ে ৭ জন ডিলার ১৪ টন চাউল পেয়েছে। শুক্রবার ছাড়া সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতি ডিলার দুই মেট্রিকটন করে ওএমএস এর চাউল জনগনের মাঝে বিক্রয় করবে। প্রতিজন ৩০ টাকা হারে ৫ কেজি করে এ চাউল নিতে পারবেন।