নিজস্ব প্রতিবেদক
দেশের শীর্ষ ইসলামী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠি কলরব এর মিরসরাই শাখার কার্যালায় উদ্বোধন হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে মিরসরাই পৌরসভার আলেখা-টিপু ভবনের ২য় তলায় শাখার উদ্বোধন করা হয়।
কলরব এর প্রধান পরিচালক হাফেজ মাওলানা আবু সুফিয়ান আনুষ্ঠানিকভাবে শাখা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মিরসরাই উপজেলা শাখার সভাপতি মির্জা মোঃ আরিফ, নয়দুরিয়া মসজিদয়া ইউনুছিয়া মাদ্রসার নায়েবে মুহতামিম মাওলানা জাফর উল্লাহ, কলরব এর মিরসরাই শাখার পরিচালক এইচএম আব্দুল আলিম ও এইচএম সাইম সহ সদস্যবৃন্দ।
কলরব এর প্রধান পরিচালক হাফেজ মাওলানা আবু সুফিয়ান বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে আমরা সারা দেশের মত মিরসরাইয়ে কার্যালয় উদ্বোধন করেছি। অপসংস্কৃতি মোকাবেলায় দেশের তরুণদের ইসলামী সংস্কৃতির দিকে এগিয়ে আসতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।