নিজস্ব প্রতিবেদক
বিয়েতে রাজি না হওয়ায় মিরসরাইয়ের কিশোরী ফারজানা আক্তার মুন্নীর মেরুদন্ড কেটে দেয়া বখাটে মোজাম্মেল হোসেনকে ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মুন্সি মশিউর রহমান এই রায় ঘোষনা করেন। গত বছরের ২৯ জুন উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের উত্তর গড়িয়াইশ এলাকার জাফর আহম্মদের মেয়ে মুন্নিকে ওই গ্রামের শাহ আলমের ছেলে মোজাম্মেল হোসেন কুপিয়ে মেরুদন্ড কেটে দেয়। তবে এই রায়ে খুশি হতে পারেনি মামলার বাদি পক্ষ। তারা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
জানা গেছে, ঘটনার পর মুন্নি আক্তারের চাচা বাহার আহম্মেদ বাদি হয়ে বখাটে মোজাম্মেল সহ চারজনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা (নং ১০২/১৬) দায়ের করেন। ওই বছরের ১ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। মোজাম্মেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধিতে ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর থেকে তার বিচার প্রক্রিয়া শুরু হয়। অবশেষে তার আসামীর বিরুদ্ধে রায় ঘোষনা করা হলো।
এদিকে মুন্নীর স্বামী জয়নাল আবেদীন বলেন, আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্ধি দেয়ার পরও ৫ বছর সাজা কেমনে হয় বুঝতেছিনা। একটি মেয়ের জীবনটা শেষ করে দিলো বখাটে মোজাম্মেল। সে আর স্বাভাবিক জীবনে ফিরবে না! মুন্নি আর দাঁড়াতে পারবে না! কুড়ালের তিন কোপে মেরুদন্ড দুই ভাগ ও ভেঙে গেছে পিঠের হাড়।
মুন্নির আইনজীবি এডভোকেট রেহাত উদ্দিন ইসমত জানান, বিজ্ঞ বিচারক আসামী মোজাম্মেলকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরো ৬ মাসের জেল। আমরা রায়ের পুর্নাঙ্গ কপি হাতে আসার পর পরবর্তি প্রদক্ষেপের বিষয়ে সীদ্ধান্ত গস্খহণ করবো।