মিরসরাইয়ে ক্যাসেল ইউনাইটেডের দুর্বার ডিপিএল জুনিয়র শিরোপা জয়


নিজস্ব প্রতিবেদক

মিরসরাইয়ের বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে মাসব্যাপী আয়োজিত দুর্বার ফুটবল উৎসব গত ২৬ নভেম্বর বর্ণিল আয়োজনে শুরু হয়। সে উৎসবে ১ম বারের মত যুক্ত হয় দুর্বার প্রিমিয়ার লীগ (ডিপিএল) জুনিয়র গ্রুপ। ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) মলিয়াইশ স্কুল মাঠে জমকালো আয়োজনে এ গ্রæপের শিরোপা নির্ধারণী ম্যাচ সম্পন্ন হয়। সে ম্যাচে হাড্ডহাড্ডি লড়াইয়ে সৈকত চৌধুরীর মালিকানাধীন ব্রাইটেন সোলজার্স দলকে দুই-শূন্য গোলে পরাজিত করে ডিপিএল জুনিয়র শিরোপা জয় করে আলী হায়দার চৌধুরীর মালিকানাধীন ক্যাসেল ইউনাইটেড।
শিরোপা নির্ধারণী ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা।

এসময় আরো উপস্থিত ছিলেন বারইয়ারহাট কম ফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সংগঠনের দাতা সদস্য পরিমল কান্তি ভৌমিক, উদ্যোক্তা সৈয়দ আহমদ, পৃষ্ঠপোষক তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, রাজনীতিবিদ নিজাম উদ্দিন, আজীবন সদস্য সমীর পাল, সাংবাদিক এম মাঈন উদ্দিন, রাজনীতিবিদ সাইফুল কবির তানশেন, দাতা সদস্য ছানাউল্লাহ নিজামী, রাজনীতিবিদ রিয়াজ উদ্দিন, ব্যবসায়ী রফিকুল ইসলাম, আজীবন সদস্য নুরেন্নবী চৌধুরী নওশাদ, ইউপি সদস্য হারেছ আহমদ নাজিম, শিক্ষক এম দস্তগীর, শিক্ষক তুষার কান্তি দাশ, আজীবন সদস্য ডা. পূজন বড়ুয়া, আজীবন সদস্য ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ফরহাদ উদ্দিন, সংবাদকর্মী আকতার হোসেন, ডিপিএল আয়োজক পরিষদের আহবায়ক মহিবুল হাসান সজীব ও সদস্য সচিব জিয়া উদ্দীন বাবলু, ছাত্রনেতা চৌধুরী জিল্লুর রহমান প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা মিশকাতের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি হাসান মো. সাইফ উদ্দীন। খেলা পরিচালনা করেন সংগঠনের ক্রীডা সম্পাদক আহাদ উদ্দীন, শহীদুল ইসলাম রবিন ও সৃজন পাল। ধারাভাষ্যে ছিলেন নাহিদুল আনসার ও শাখাওয়াত হোসেন রনি।

ম্যাচ অব দি ফাইনাল নির্বাচিত হয়েছে ক্যাসেল ইউনাইটেডের হৃদয়, ম্যান অব দি টুর্নামেন্ট সোলজার্সের মেহেদী হাসান রাকিব, সর্বোচ্চ গোলদাতা ক্যাসেল ইউনাইটেডের শাহ ইরফাত চৌধুরী, সেরা গোলকিপার ক্যাসেল ইউনাইটেডের প্রভাত দাশ, সেরা ডিফেন্ডার ব্রাইটেনের শাহীন, উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয় ব্রাইটেনের ইফতেখার চৌধুরী, সেরা দর্শক সূর্য মোহন দেবনাথ, চ্যাম্পিয়ন ট্রপির স্পন্সর বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রানার্সআপ ট্রপি স্পন্সর জমজম সুইটস এন্ড বেকস, সুশৃঙ্খল টিম এ্যাওয়ার্ড অর্জন করে ডিসেন্ট ফাইটস।
উল্লেখ্য, লীগ পর্যায়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৪ টি দলে উপজেলার ৮০ জন ফুটবলার অংশ নেয়। বাকি অন্য দুই দল নাহিদুল আনসার (ডিসেন্ট ফাইটার্স) ও তরিকুর রহমান (আর্টিসান ফাইটার্স)।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*