dav

মিরসরাইয়ে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে ৩৮হাজার ইয়াবা উদ্ধার, আটক তিন

dav

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে অভিনব পন্থায় পাচার কালে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২) দিবাগত রাত একটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ওই মাদক কারবারিদের একটি হাইচ মাইক্রোসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আলমগীর শেখ, আফজাল হোসেন ও জাকির হোসেন। তাদের সকলের বাড়ী মুন্সিগঞ্জ জেলায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের সেবা হাসপাতালের সামনে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এসময় ঢাকাগামী একটি হাইচ মাইক্রো (ঢাকা মেট্রো-চ ১৩২১৫৯) তল্লাশি চালিয়ে গাড়িটির গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় পাচারকালে ৩৮হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় তিন ব্যক্তিকে। তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*