মিরসরাইয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-বড়দারোগারহাট ওজন স্কেলে চালকদের উপর জুলুম করা হয়

নিজস্ব প্রতিবেদক
গৃৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, দেশের কোন রুটে ওজন স্কেল নেই। শুধু মাত্র বড়দারোগারহাট বাজারে রয়েছে। এটি একটি বৈষম্য। বড়দারোগারহাট স্কেলে চালকদের উপর জুলুম করা হয়। আমি এবিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো।
তিনি শনিবার (১৪ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রæপের মিরসরাই শাখা কমিটির অভিষেক ও পরিচিতি সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 


চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রæপের মিরসরাই শাখা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সহ-সভাপতি কামরুল হোসেনের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মো. আব্দুল মান্নান, আন্তঃজেলা মালামাল পরিবহণ মালিক সমিতির সভাপতি মনির আহম্মদ, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রæপের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ সরোয়ার, সোলাইমান কোম্পানী, মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মাসুদ, রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক সেকান্দার হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, মিরসরাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল কাদের, শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা মনসুর আহম্মদ, আমজাদ হোসেন মিলন, বেলায়েত হোসেন ফরাজী, মুক্তিযোদ্ধা আবদুল কালাম, মোশাররফ হোসেন প্রমুখ।

 

 

 


উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন শাহীন কাকলী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন প্রমুখ।

 

 

মালিক গ্রæপের মিরসরাই উপ ইউনিটের অন্যন্যরা হলেন, সভাপতি পদে মোজাম্মেল হক, সহ সভাপতি নুরুল আফছার কোম্পানি, সাধারন সম্পাদক আনোয়ারুল কাদের, যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন, সহ সাধারন সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক আশিষ দাশ, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার নুরন নবী, দপ্তর মোজাহেদুল হক, সমাজ কল্যান নিজাম উদ্দিন, সদস্য- আব্বাস উদ্দিনে, এনায়েতুল হক আরজু, মনির হোসেন।

 

 

মন্ত্রী আরো বলেন, চট্টগ্রামে বড় কোন ট্রাক টার্মিনাল নেই। মিরসরাইয়ে একটি ট্রাক টামিনাল করা হবে। বড়দারোগারহাট স্কেলে অতিরিক্ত ওজনের ট্রাক ও কাভার্ডভ্যানগুলো দিনের বেলায় আটকে রাখা হয়। পরে রাতের অন্ধকারে টাকা নিয়ে ছেড়ে দেয়। এটি অরাজগতা। ট্রাক ও কাভার্ডভ্যানে সড়কের ধারণ ক্ষমতার বেশি মালামাল বহণ না করার অনুরোধ জানান মন্ত্রী মোশাররফ।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*