মিরসরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন দুর্যোগ মোকাবেলায় করনীয় জানলো কয়েকশ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি :::
বাসায় গ্যাস সিলিন্ডারসহ যেকোন ধরণের অগ্নিকান্ডের ঘটনা এবং দুর্যোগে কাউকে উদ্ধারে করনিয় কি, মহড়ার মাধ্যমে তা জানানো হলো কয়েকশ স্কুল শিক্ষার্থীকে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ মার্চ) মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বিশেষ এ মহড়ার আয়োজন করে।
ওইদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া মহড়ায় অংশ নেয় মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধার কর্মীরা। এসময় তারা বাসা বাড়ি কিংবা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তাৎক্ষণিক নেভাতে করনিয় কি তা শেখায় স্কুল শিক্ষার্থীদের। পরবর্তীতে শিক্ষার্থীরাও মহড়ায় অংশ নিয়ে আগুন নেভাতে স্বক্ষম হয়। এছাড়া বহুতল ভবনে আগুন লাগলে ভবনের ভেতরে থাকা মানুষজনকে কিভাবে উদ্ধার করতে হয় তাও মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের ধারনা দেয়া হয়।

ওইদিন বেলা ১২টা পর্যন্ত চলা এ বিশেষ মহড়ায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম সাইফুল্লাহ দিদার, প্রধান শিক্ষক জামশেদ আলম প্রমুখ।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*