নিজস্ব প্রতিনিধি :
মিরসরাইয়ে যথাযথ মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বুধবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. শাহজাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির প্রমুখ। আলোচনা সভার আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক শোক র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
