
নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ‘স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’ শীর্ষক প্রতিপাদ্যে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সহকারী কাজী সাইফুল ইসলামের উপস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সৈয়দ নুরুল আফসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ তৌহিদুর রহমান, ডাঃ লুতফুল কবির শিমুল, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মিনহাজুল আবেদীন রানা প্রমুখ। এসময় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়।