নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২ তম জন্ম বার্ষিকী উপল অলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক নুরুল আফছার, মঞ্জুরুল হক বাহার, আব্দুর রহিম বাবলু, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ মেম্বার, উপজেলা যুবদল নেতা এসএম হারুন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাছুম বিল্লাহ, উপজেলা ছাত্রদল নেতা নাজিম উদ্দিন,আমজাদ হোসেন, সরোয়ার হোসেন জনি, পারভেজ, রাজু, যুবদল নেতা জাহিদ প্রমুখ।