মিরসরাইয়ে ট্রাক চালক ও সহকারীকে দেওয়া হলো কারাদন্ড


মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে রাতের আঁধারে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অভিযোগে ড্রাম্পার ট্রাকের চালক ও সহকারিকে ভ্রাম্যমান আদালতে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী ব্রিজের উত্তর পাশে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
এসময় মাটিভর্তি একটি ড্রাম্পার ট্রাক হাতেনাতে ধরার পর গাড়ির চালক মো. শহীদুল ইসলাম (৩২) কে ১ মাস এবং চালকের সহকারি (হেলপার) মেহেদী হাসানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। মো. শহীদুল ইসলাম উপজেলার করেরহাট ইউনিয়নের সামনেরখিল গেরামার এলাকার আহছান উল্লাহ’র ছেলে ও মেহেদী হাসান একই ইউনিয়নের নতুন পাড়া গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে গাড়ির চালক মো. শহীদুল ইসলাম কে ১ মাস এবং চালকের সহকারি (হেলপার) মেহেদী হাসানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। এসময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*