নিজস্ব প্রতিনিধি
বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গুর ১৮তম বর্ষপূর্তি মিরসরাইয়ে পালন হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় চলমান মিরসরাই কার্যালয়ে বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ইউসুফের উপস্থাপনায় ও দ্যা বিজনেজ স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্টার শাহাদাৎ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি শারফুদ্দিন কাশ্মীর, নাট্যকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিম, বণিক বার্তা পত্রিকা প্রতিনিধি রাজু কুমার দে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা নুরুচ্ছাবাহ্ পূর্ণিমা, মিরসরাই প্রেস কাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পরিচালক আলী আহসান, কবি সাইফুদ্দীন মীর শাহীন, কলামিষ্ট নুরুল আলম তৌহিদী, সমকাল প্রতিকার প্রতিনিধি বিপুল দাশ, মিরসরাই প্রেসকাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, ভোরের পাতা পত্রিকা প্রতিনিধি আশরাফ উদ্দিন, সিপ্লাস প্রতিনিধি বাবলু দে, চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আজিজ আজহার, সাংবাদিক শাহ আবদুল্লাহ আল রাহাত, ফিরোজ মাহমুদ, সৈয়দ আজমল হোসেন।
বক্তারা এসময় দৈনিক সাঙ্গুর ১৮ তম বর্ষে পদার্পন উপলক্ষে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। পাশাপাশি মিরসরাইয়ের সমস্যা ও সম্ভাবনাকে দৈনিক সাঙ্গুতে আরো বেশী করে তুলে ধরার অনুরোধ জানান। সত্য প্রকাশে আপোষহীন হয়ে দৈনিক সাঙ্গু জনগণের গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
