মিরসরাইয়ে নবগঠিত ছাত্রদল কমিটিতে ত্যাগী কর্মীদের বাদ দেয়ায় ক্ষোভ

মিরসরাইয়ে উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি স্থগিতের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার (১৩ মে) লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাসুম বিল্লাহ এবং মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আমিনুল হক সাদ্দাম। এসময় তাদের স্বপক্ষে যুক্তি তুলে ধরে বলেন, গতকাল শক্রবার মিরসরাই উপজেলা ছাত্রদলের ১০ সদস্য বিশিষ্ট যে কমিটি ঘোষনা করা হয়েছে তা সম্পূর্ণ পকেট কমিটি।

 

উপজেলার ১৬ ইউনিয়নের নেতা কর্মীদের সাথে কোন প্রকার সমন্বয় না করে এবং কোন প্রকার আনুষ্ঠানিক সম্মেলন না দিয়ে রাতের আঁধারে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ভুয়া একটি কমিটি প্রকাশ করেছে। তৃনমুল কর্মীদের মতামত উপেক্ষা করে মিরসরাই ছাত্রদল নামক অবৈধ কমিটি ঘোষনার প্রতিবাদে তাদের এই সাংবাদিক সম্মেলন। এ সংক্রান্ত বিষয়ে তাদের ঊর্ধ্বতন নেতাদের সাথে আলাপ করলে তারা বলেন, ঘোষিত কমিটির বিষয়ে আমরা কিছু জানি না। তারা আরো অভিযোগ করেন যে ১০ সদস্য কমিটি ঘোষনা করা হয়েছে সেখানে মাত্র ৩ জনের ছাত্রত্ব আছে। তাছাড়া যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে সে মিরসরাই পৌর বিএনপির সদস্য। গঠনতন্ত্র অনুযায়ী কোন ব্যক্তি একটি কমিটিতে থাকা কালীন আরেকটি কমিটিতে অন্তর্ভূক্ত হতে পারবে না। তারা অচিরেই এই অবৈধ কমিটি স্থগিত করে ১৬ ইউনিয়নের সকল নেতাকর্মীদের সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার দাবী জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, এহছানুল কহ, মমিনুল ইসলাম, সরোয়ার হোসেন জনি, মো. ফরহাদ হোসেন, ইনজামামুল হক, মো. আবদুল্লাহ আল ফয়সাল, মাহমুদুল হক রকি, মো. সাখাওয়াত হোসেন, সাকাবাত হোসেন, মো. হারুণ, মো. সুজাউল হক, মো. জসিম উদ্দিন, মো. সেলিম, মিজান উদ্দিন, সালাউদ্দিন লিটন, মাইনুদ্দিন টিপু, সালাউদ্দিন, রণি, সুজা, কাউছার, জসিম প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*