
নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে গরু হৃষ্টপুষ্টকরনের লক্ষ্যে প্রান্তিক খামারীদের মধ্যে গোখাদ্য বিতরণ করা হয়েছে। এনএটিপি পেজ-২ এর আওতায় সোমবার (২৫মার্চ) উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে সিআইজি সমবায় সমিতির ১৬ জন সদস্যকে খাদ্যগুলো দেয়া হয়। গোখাদ্যের মধ্যে রয়েছে ২৫ কেজি চিটাগুড়, ২৫ কেজি দানাদার খাদ্য, কৃমিনাশক ঔষুধ ও ভিটামিন মিনারেল প্রিমিক্স। খাদ্য বিতরন অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল পোদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল পোদ্দার জানান, আগামী কোরবানীকে লক্ষ্য রেখে এখন থেকে এনএটিপি প্রকল্পের মাধ্যমে গরু হৃষ্টপুষ্টকরণে খামারীদের সহায়তা দিয়ে উদ্ধুদ্ধ করা হচ্ছে। যাতে করে খামারীরা কোরবানীকে কেন্দ্র করে ক্ষতিকর ঔষুধ ব্যবহার করে গরু মোটাতাজাকরণ থেকে বিরত থাকে।
