মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর থেকে চুরি হওয়া ৮ লাখ টাকার পাইপ উদ্ধার



নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর থেকে চুরি হওয়া ৬২ টি পাইপ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহষ্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার সময় মিরসরাই উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকার কোম্পানীনগর মৌজার মুক্তিযোদ্ধা প্রকল্পের পাশে লিটন চৌধুরীর জায়গা থেকে এসব পাইপ উদ্ধার করে মিরসরাই থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত পাইপের মধ্যে ৩৮ টি প্লাস্টিক, ১৮ টি লোহার ও ৬ টি রাবারের পাইপ রয়েছে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা।

জানা গেছে, বঙ্গবন্ধু শিল্পনগরে ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারী ও সাপ্লায়াস প্রতিষ্ঠান পায়েল এন্ড পাবেল এন্টারপ্রাইজের বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপগুলো গত মঙ্গলবার রাতে চুরি হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকবর নামের এক ব্যক্তির নির্দেশে পাইপগুলো চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সৈয়দ আহম্মদ জানান, বঙ্গবন্ধু শিল্পনগর থেকে পায়েল এন্ড পাবেল এন্টারপ্রাইজের চুরি হওয়া ৬২ টি পাইপ জোরারগঞ্জ থানাধীন মুহুরী প্রজেক্ট এলাকার মুক্তিযোদ্ধা প্রকল্পের পাশ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েয়ে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*