মিরসরাইয়ে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারে অগ্নিসংযোগের অভিযোগ

নিউজ ডেস্ক..
মিরসরাইয়ের চরশরৎ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের আসবাবপত্র ভাংচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ এপ্রিল) রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকায় এ ঘটনা ঘটে। চরশরৎ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগরের সভাপতি আলী আহমদ জাহিদ জানান, বুধবার রাতে স্থানীয় কিছু চিন্হিত সন্ত্রাসী সহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জনের গ্রুপ পাঠাগারের টিনের বেড়া ধারালো দা দিয়ে কেটে ফেলে। পরবর্তীতে রাতে পাঠাগারের আসবাবপত্র, বিভিন্ন বই, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সহ পাঠাগারে সংগৃহীত ডকুমেন্টে অগ্নিসংযোগ করে। এতে পাঠাগারে থাকা সব পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবেদ আলী জানান, এঘটনায় থানায় এখনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*