মিরসরাইয়ে বারুণীস্রান অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনার

 

মিরসরাই প্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রতিনিধি

‘ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এখন অনেকটা দুধে-মধুর মতো। এমন সম্পর্ক কেউ নষ্ট করতে পারবেনা। ভারত বাংলাদেশের সবচে বড় মিত্র’ বুধবার (৩০ মার্চ) দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে ফেনী নদী তীরের জগন্নাথ ঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের মহা পুণ্যতিথি ও বারুণী ¯œান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকশনার ডাঃ রাজীব রঞ্জন।

সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক ওই আলোচনা সভায় সমাজকর্মী স্বপন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইডির অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ নাজমুল আলম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ক্রাইম) মোঃ জাকির হোসেন খান, ফেনী পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিহির কান্তি নাথ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম ও সাধারণ সম্পাদক শেখ সেলিম, সহ-সভাপতি শহীদ উল্লাহ, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, মহিউদ্দিন কিরণ, অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন প্রমুখ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*