মিরসরাইয়ে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন


নিজস্ব প্রতিবেদকঃ

মিরসরাইয়ে পুলিশী বাঁধা উপেক্ষা করে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য নবায়ন ও প্রাথমকি সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকাল নয়টায় মিরসরাই সদরের মীর কমিউনটি সেন্টারে কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশী বাঁধার কারণে তা সম্ভব হয়নি। পরে কমিউনটি সেন্টারের বাইরে কর্মসূচির উদ্বোধন করেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) নুরুল আমিন।


উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মাঈন উদ্দিন কোম্পানী, রফিকুজ্জামান চেয়ারম্যান, মুছা চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা শামসুল হুদা চৌধুরী মেম্বার, আবীর হোসেন মানিক, সুবেদার জহির, মাসুকুল আলম সোহান, নাজমুল হক সোহাগ, কৃষকদলের যুগ্ন আহবায়ক মহি উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম লিটন, আবুল খায়ের, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, জাহিদ হুসাইন, কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, বিএনপি নেতা দিদারুল আলম মিলন, মিজানুর রহমান, নুর হোসেন, তারেক হোসেন, মোহাম্মদ মিলু, যুবদলের যুগ্ন আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন, কামাল উদ্দিন, বেলাল হোসেন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের সভাপতি কামরান সরোয়ার্দী, সাধারণ সম্পাদক নুরুল আবছার, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহ মো. ফোরকান উদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, কামাল উদ্দিন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মাসুদ, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদল সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা সেলিম উদ্দিন, আব্দুল্লাহ আল নোমান,আনোয়ার হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদল সভাপতি মিনহাজ উদ্দিন টিটু, সাধারণ সম্পাদক মোহন দে প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে শান্তিপূর্ণ সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য্যক্রম উদ্বোধন করতে মীর কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়া হয়। কিন্তু ক্ষমতাসীনদলের মদদে পুলিশ প্রোগ্রামের দিন সকালে মীর কমিউনিটি সেন্টারের গেইটে তালা ঝুলিয়ে দেয় এবং কর্মসূচী পালনেও বাঁধা প্রদান করে। প্রশাসনের এমন কর্মকান্ডের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরে কর্মসূচী বাঁধা দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*