মিরসরাইয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত


নিজস্ব প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। সোমবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভা, খাদ্য বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের উপস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন মামুন।
জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, মিরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা, প্রায় ৪ হাজার মানুষের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*