নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক ডিভাইস ও ইউপিইপি আওতাভুক্ত বিদ্যালয়ের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী আরিফ, সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আরিফুল হক, বসির আহমেদ সরকার, আবু তোয়াব মজুমদার, ফারুক হুসাইন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থী ও ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে চেক বিতরণ করা হয়।
