মিরসরাইয়ে বিশ্ব ধরিত্রী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি…

মিরসরাইয়ে বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (২২ এপ্রিল) দিন ব্যাপী বারৈয়াঢালা জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ইউএসএইড পরিচালিত ক্রেল প্রকল্প ও খইয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় খইয়াছড়া ঝর্ণা পরিষ্কার পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে পাহাড়ও ঝর্ণার উপকারিতা শীর্ষক ছাত্রদের থেকে প্রবন্ধ উপস্থাপন করা হয়।

 

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বারৈয়াঢালা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ক্রেল কমিউনিকেশন কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মোঃ বশির আহমদ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মজিদ, ক্রেল কমিউনিকেশন ম্যানেজার ওবায়দুল ফাত্তাহ তানভির, ক্রেল আঞ্চলিক সমন্বয়কারী নারায়ণ দাশ, ক্রেল কমিউনিকেশন কর্মকর্তা কামরুল ইসলাম, ক্রেল সাইট কর্মকর্তা অসীম বড়–য়া, শিক্ষক আজিম উদ্দিন, শাহাদাৎ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ঝর্ণা পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বাংলাদেশ এ্যাডভাঞ্জার কাব চিটাগং এর সদস্যরাও খইয়াছড়া ঝর্ণা পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেয়।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*