মিরসরাইয়ে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার একটি সড়কে দীর্ঘদিন যাবত জনদুর্ভোগ চরমে। সড়কটির নাম হাজী সাহাব উদ্দিন সড়ক। অবশেষে সড়কটি সংস্কারে এগিয়ে এলেন বারইয়ারহাট পৌর বাজারের তরুণ ব্যবসায়ী সাইফুল ইসলাম বাপ্পী। তিনি বারইয়ারহাট পৌর বাজারের শামীম জুয়েলার্সের সত্বাধিকারী। উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের এই গ্রামীণ সড়কটি বিগত দেড় দশকেও সরকারিভাবে কোন ধরণের সংস্কার না হওয়ায় প্রতিনিয়তই দুর্ভোগে পড়তে হয় স্থানীয় জনসাধারণকে। ৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কে প্রতিদিন ৪ শত পরিবারের প্রায় আড়াই হাজার মানুষ চলাচল করে। এছাড়া পূর্ব হিঙ্গুলী মোহাম্মদপুর ইসলামিক একাডেমিসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের চলাচলের একমাত্র মাধ্যম এই সড়ক।
ব্যবসায়ী সাইফুল ইসলাম বাপ্পী বলেন, স্থানীয় জনপ্রতিনিদের সড়কটি সংস্কারের জন্য অসংখ্যবার বলা হলেও তারা কোন উদ্যোগ না নেওয়ায় অবশেষে নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করার উদ্যোগ নিই। আমি ইতিপূর্বেও ব্যক্তি উদ্যোগে সড়কটি সংস্কার করি। মূলত বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে উঠে তাই জনদুর্ভোগ দেখেই ব্রিক সলিংয়ের কাজ চালিয়ে যাচ্ছি।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*