মিরসরাইয়ে ভগবান শ্রী কৃষ্ণের জম্মাষ্টমীর বর্ণাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠীত


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে ভগবান শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের করা হয়েছে। উপজেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত উপজেলা কেন্দ্রীয় জগদ্বীশ্বরী কালী বাড়ি প্রাঙ্গনে শোভা যাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম পূজা পরিষদের সাবেক সভাপতি দিলীপ কুমার মজুমদার। এসময় কালী বাড়ি কমিটির সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, চট্টগ্রাম ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক উত্তর শর্মা,

উপজেলা জম্মাষ্টমী পরিষদের সভাপতি সুবাস সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে জগদ্বীশ্বরী কালী বাড়ি, মসজিদিয়া দূর্গা মন্দির, মধ্যম তালবাড়িয়া শিব মন্দির, করেরহাট ইউনিয় পূজা পরিষদসহ প্রায় উপজেলার ৫০টির বেশি মন্দির থেকে আসা প্রায় ৩ হাজার সনাতনী ভক্তবৃন্দের অংশ গ্রহনের বিশাল মঙ্গল শোভা যাত্রা বের করে। এছাড়া উপজেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে গীতা পাঠ, হরিনাম সংর্কীতনসহ শ্রী কৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*