মিরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক…

মিরসরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, পঁচা মাছ বিক্রি ও ওজনে কম দেয়ার দায়ে বিভিন্ন অংকের অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০৬ জুন) দুপুরে মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ম্যজিস্ট্রেট কায়সার খসরু এই অভিযান পরিলনা করেন। উক্ত অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস।

সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট কায়সার খসরু জানান, মঙ্গলবার দুপুরে মিরসরাই সদরে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী, পঁচা মাছ বিক্রি ও ওজনে কম দেয়ার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬ জনকে জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে এবং অভিযান চলাকালীন সময় হোটেল রোস্তোরাগুলোকে উন্নত পরিবেশে খাবার তৈরী ও বিক্রি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*