::সৈয়দ আজমল হেসেন::
মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের তৃণমূল কর্মী ও সমর্থকদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারী (শুক্রবার) ওয়ার্ডের খোরমাওয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা আনোয়ারুল হক ডালিমের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জহির রায়হানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ মাঈনউদ্দিন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান যুবলীগ নেতা রবিউল রনি, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও মঘাদিয়া ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুবলীগ নেতা আক্তার হোসেন হকসাব, সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এমরান হোসেন, ছাত্রলীগ নেতা আরাফাত রনি, আলী আকবর শাকিল, রাহাত হৃদয় প্রমুখ।