মিরসরাইয়ে মিশ্র সবজি চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

মোহাম্মদ ইউসুফ…
মিরসরাইয়ে জলবায়ু সহিষ্ণু মিশ্র সবজি চাষ প্রদর্শনীর ফলাফল মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বনবিভাগরে আওতায় ইউএসএইড’র কাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস এন্ড লাইভলিহুডস  (ক্রেল) প্রকল্পে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২১ডিসেম্বর) উপজেলার উত্তর আমবাড়িয়া গ্রামে সভায় বারইয়ারঢালা জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, ক্রেল প্রকল্পে জীবিকায়ন কর্মকর্তা কামাল হোসেন, খাদিজা ইসলাম, হানিফ খান, কৃষক কামাল উদ্দিন প্রমুখ।

ক্রেল’র এরিয়া অফিসার হানিফ খান জানান, বন নির্ভরতা কমিয়ে কৃষকদের সবজি চাষে উদ্ধুদ্ধ করতে বন বিভাগের অধীনের সরকার জলবায়ু সহিষ্ণু মিশ্র সবজি চাষ প্রকল্প চালু করে । ২০১৫ সালের শেষ দিকে মিরসরাই-সীতাকুন্ড উপজেলার এক হাজার এক’শ কৃষককে ২২টি দলে ভাগ করে প্রায় দুই হাজার দুই’শ একর জমিতে কীটনাশক ও রাসায়নিক সার মুক্ত সবজি চাষ শুরু করা হয়। এখন মাঠ দিবসে আলোচনা সভার মাধ্যমে এলাকার অন্য কৃষকদেরও মিশ্র সবজি চাষে উৎসাহিত করা হচ্ছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*