মিরসরাইয়ে ম্যাক্স হসপিটালের উদ্যোগে মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৪ শতাধিক রোগী


এম মাঈন উদ্দিন…

মিরসরাইয়ে খৈয়াছরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সম্পন্ন হয়েছে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প। চট্টগ্রাম নগরীর ম্যাক্স হসপিটাল ও ডায়াগনষ্টিক সেন্টারের সহযোগিতায় শুক্রবার (৬ জানুয়ারি) স্থানীয় খৈয়াছরা উচ্চ বিদ্যালয় মাঠে দিনভর ৪ শতাধিক দুস্থ গরীব রোগীকে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন বিভিন্ন বিষয়ে ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক।

ওইদিন চিকিৎসা ক্যাম্প উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। ম্যাক্স হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ডেপুটি ম্যানেজার নুরুল ইসলাম ইরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, নিজামপুর কলেজের অধ্যাপক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুল আলম প্রমুখ।
চিকিৎসা সেবা দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. আ.স.ম লুৎফুল কবির শিমুল, ডা. মোহাম্মদ আব্দুল হামিদ সাগর, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম.এ রউফ, সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শিব শংকর সাহা, গ্যাষ্টো এন্টলজি ডা. মোহাম্মদ আবু ফয়সাল, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডায়াবেটিক ও হরমোন বিশেষজ্ঞ ডা. মাসুদ করিম, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডা. হোসনে আরা বেগম শ্যামা ও ডা. সীমা ভট্টাচার্য্য, ইউরোলজি বিশেষজ্ঞ ডা. মো. সাইফুদ্দিন সিদ্দিকী সুজা। এছাড়া উপস্থিত ছিলেন ডা. পঞ্চনন চক্রবর্তী, ডা. মোঃ আরিফ হোসেন, ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) ওসিদ দে প্রমুখ।

ম্যাক্স হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ডেপুটি ম্যানেজার নুরুল ইসলাম ইরান জানান, ‘দিনান্তে প্রায় চার শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। ম্যাক্স হসপিটাল সবসময় দুস্থ মানুষদের সেবায় এ ধরণের কর্মসূচির আয়োজনে সহযোগিতা করে থাকে। আমরা আশা করছি খৈয়াছরা এলাকায় আয়োজিত এ ক্যাম্পের মাধ্যমে গ্রামের গরিব রোগীরা বেশ উপকৃত হয়েছেন।’

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*