নিজস্ব প্রতিনিধি ::
উন্নতমানের যাত্রী সেবা, আরামদায়ক সিট নিয়ে এই স্লোগানে মিরসরাইয়ে যাত্রা শুরু করেছে ‘মিরসরাই এক্সপ্রেস’। শনিবার সকালে বারইয়ারহাট পৌরসভার ফুটওভার ব্রিজ ফিতাকেটে আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করা হয়। চট্টগ্রাম শহরের কদমতলী থেকে ছাগলনাইয়া সমিতি বাজার রুটে গাড়িগুলো চলাচল করবে।
বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। মো. শাহনেওয়াজ মিয়া মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, মিরসরাই এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আবুল বশর, জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ, মিরসরাই এক্সপ্রেস মালিক সমিতির মো. ফারুক, তরিত বল ও বিপ্লব দাশ।
