
::মিরসরাই প্রতিনিধি::
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অভিনব কায়দায় শিশুর জুতার ভিতরে করে ইয়াবা পাচারের সময় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকার চলমান ফিলিং স্টেশনের সামনে থেকে ১২শ’ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার ১৪ আগস্ট দুপুর ১টার সময় পুলিশের তল্লাশি চৌকিতে একটি যাত্রীবাহি বাস তল্লাশি করে ইয়াবাসহ পাচার কারীদের আটক করা হয়।
আটককৃতরা হল, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নয়াবাজার এলাকার আলী হোসেনের ছেলে সৈয়দ আহম্মদ (৩৪) ও একই এলাকার আবদুল গফুরের শিশুপুত্র মো. সাদ্দাম হোসেন (১৩)।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্রদেবনাথ জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এসময় সন্দেহ ভাজন একজনকে চেক করলে তার সাথে থাকা শিশুর জুতার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখায় শিশুটি পুলিশের কাছে ইয়াবার কথা স্বীকার করলে তার জুতা থেকে ১২ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় তাদের দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।