মিরসরাইয়ে সাড়ে ১৮ লাখ টাকা জয়ের লোভ দেখিয়ে অভিনব প্রতারণা

নিজস্ব প্রতিবেদক…

মিরসরাইয়ে রবি সেবার লটারি জয়ের লোভ দেখিয়ে এক গ্রাহক থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। শুক্রবার (২৬মে) উপজেলার খাইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের রতন নাথ মুন্না নামে রবির ওই গ্রাহক প্রতারণার শিকার হয়। তাকে লটারিতে সাড়ে ১৮ লাখ টাকা জয়ের লোভ দেখিয়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

প্রতারণার শিকার রতন নাথ মুন্না জানান, গত বৃহস্পতিবার (২৫মে) ০১৮২২-২২২৫৯৯ নন্বর থেকে তার মোবাইলে সুকুমার সাহা পরিচয় দিয়ে এক প্রতারক ফোন করে। এ সময় রবি সেবায় তার মোবাইল নন্বরটি শ্রেষ্ঠ নন্বর ও লটারিতে সাড়ে ১৮ লাখ টাকা জয়ের কথা জানায়। ওই লটারি জয়ের টাকা নিতে ভ্যাট হিসেবে তার কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়। টাকা গুলো পাঠানোর জন্য ০১৮৫৭-৮৫৬৪৬৯, ০১৮৮-৪৭৯৯৯৭১ বিকাশ নন্বর দেয়া হয়। গত বৃহস্পতিবার ও শুক্রবার ধার করে দুই দফায় রবির দুইটি বিকাশ নন্বরে ২০ হাজার টাকা পাঠায়। শুক্রবার টাকা পাঠানোর পর আবার ০১৭৬০-০৩৬৮৪৮, ০১৭২২-২৬৭০৭৪ বিকাশ নন্বর দেয় এবং বাকি টাকা পাঠাতে বলে। টাকা পাঠানো হলে শুক্রবার দুপুর ২টার মধ্যে লটারিতে পাওয়া টাকা তাকে দেয়ার জন্য যোগাযোগ করা হবে বলে জানায়। এসময় বিকাশ এজেন্টকে কোথায় টাকা পাঠাচ্ছে তা জানাতেও নিষেধ করে দেয়। পরে প্রতারনার বিষয়টি বুঝতে পেরে পাঠানো টাকা ফেরত চাইলে তার সাথে খারাপ ব্যবহার করে। এক পর্যায়ে সব কয়টি মোবাইল নন্বর বন্ধ করে দেয়া হয়। প্রতারনার শিকার রতন নাথে দেয়া মোবাইল নন্বর গুলোতে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে নন্বর গুলো বন্ধ পাওয়া যায়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*