মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক মিরসরাই উপজেলার ১৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে নগদ ২২ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। সোমবার (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনার সঞ্চালনায় সংস্থার প্রতিনিধিদের হাতে ২০১৭-১৮ অর্থবছরে এককালীন অনুদানের চেক তুলে দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল কবির।

এসময় সংস্থার প্রতিনিধিদের সাথে আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে স্ব-স্ব এলাকায় আগামী ৩আগস্ট শুক্রবার থেকে মাসব্যাপী মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য দিকনির্দেশনা দেন। এসময় আরো উপস্থিত ছিলেন- শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, রায়হান চৌধুরী, আবু বক্কর রিশাত ও অনুদান প্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের তালিকা : শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, বিজলী ক্লাব, উদ্দীপন ক্লাব, অভিযান ক্লাব, জাগ্রত প্রতিভা, কাটাছড়া গ্রাম উন্নয়ন সমিতি, সংকেত, দক্ষিণ আমবাড়ীয়া সমাজ কল্যাণ সমিতি, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, মিশুক, যুব উন্নয়ন সংঘ, সেতু, সুশীল সমাজ উন্নয়ন সংস্থা, প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*