মিরসরাইয়ে হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ : আহত ৪

নিজস্ব প্রতিবেদক…
কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম হত্যার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে মিরসরাইয়ে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। রোববার (২ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বাদামতলী এলাকায় উপজেলা ছাত্রদলের মিছিলটি পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। পৌর সদরে ছাত্রদল মিছিল করলেও অন্য কোথাও হরতাল সমর্থকদের দেখা যায়নি। এসময় ছাত্রদল নেতা সরোয়ার হোসেন রুবেল (২৩), মুহাম্মদ ফরহাদ হোসাইন (২৫), আমিনুল হক সাদ্দাম (২২), মমিন উদ্দিন রাসেল (২৩) আহত হয় বলে জানা গেছে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ ফরহাদ হোসাইন বলেন, হরতালের সমর্থনে মিছিল নিয়ে আমরা সকালে মিরসরাই পৌরবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে বাদামতলীর দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের লাঠিচার্জে ৪ জন আহত হয়। এছাড়াও পুলিশ মেহেদি হাসান (১৮) নামের এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেন মহাসড়কে ছাত্রদলের মিছিলের কথা অস্বীকার করে বলেন, রোববার ভোর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসময় কাউকে গ্রেপ্তার করার কথা অস্বীকার করেন তিনি।
এদিকে রোববার রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সালাহ উদ্দিন সেলিম বলেন, সব মামলায় আমি জামিনে থাকার পরও পুলিশ আমার বাড়িতে তল্লাশি চালিয়েছে। বিএনপির সদস্য সচিবের বাড়িতে পুলিশের তল্লাশি ও ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, উপদেষ্টা আবদুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহবায়ক আলহাজ্ব শাহীদুল ইসলাম চৌধুরী, নুরুল আবছার চেয়ারম্যান।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*